জমির বিরোধ, ভাই হাতে খুন ভাই

আরো পড়ুন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরে জমির বিরোধে সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে হাসপাতালে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মকবুল হোসেন মোল্লা শুক্রবার রাত ১১টার দিকে মারা যান বলে জানান সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা। উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবাননগর গ্রামে গত বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি জানান, ৫৫ বছরের মকবুলের সঙ্গে পৈতৃক জমি নিয়ে তার ভাই মনিরুল মোল্লার অনেক দিনের বিরোধ। বৃহস্পতিবার বিকেলে ওই জমিতে মকবুল ঘর তুলতে গেলে তাকে বাধা দেন মনিরুল ও তার লোকজন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। তখন মনিরুল ও তার ছেলে রাশেদুল ইসলাম লাঠি দিয়ে মকবুলকে মারতে থাকে।

ওসি আরও জানান, গুরুতর আহত মকবুলকে লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন।

এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলেও জানান ওসি সোহেল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ