বেনাপোল দিয়ে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

আরো পড়ুন

শার্শা: বৈশাখের ছুটিতে বৃহস্পতি (১৪ এপ্রিল) ও শুক্রবার (১৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটি ও ভারতে ১ বৈশাখের সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকবে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি।

সেই সাথে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম।

শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে আবারো এ পথে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চলবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সুজন জানান, বাংলাদেশে ১ বৈশাখ বৃহস্পতিবার সরকারি ছুটি ও শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ও ভারতে সরকারি ছুটি থাকায় ২ দিন আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার জানান, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দেশে সরকারি ছুটির ফলে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। দুই দেশের সিএন্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের অবহিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ