জামিনে মুক্ত ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৬এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন তার মুক্তির বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। এ সময় তাকে নিতে আসেন ইভ্যালির কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা।

বুধবার গুলশান থানার একটি এবং ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমাকে আদালত সব মামলায় জামিন দেন। তবে রাসেল এখনো কারামুক্ত হননি।

অগ্রিম টাকা নিয়ে ঠিক সময়ে পণ্য না দেওয়ার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মামলা করেন এক গ্রাহক।

ওই মামলায় একইদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযান শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন গ্রাহকরা। তাদের একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তারা কারাগারে ছিলেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ