ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরো কমে এসেছে, গত এক দিনে শনাক্ত হয়েছে ৩৬ জন নতুন রোগী, যা দুই বছরের মধ্যে সবচেয়ে কম।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ওই ৩৬ জনের কোভিড শনাক্ত হয়েছে।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার শুন্য দশমিক ৭৮ শতাংশ ছিলো।
২০২০ সালের ৬ এপ্রিল ৩৫ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। এরপর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা এরচেয়ে নিচে নামেনি।
নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরো ৮৯৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন সুস্থ হয়ে উঠলেন।

