মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আরো পড়ুন

মেডিকেলের (এমবিবিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সারাদেশে সেরা হয়েছেন সুমাইয়া মোসলেম মিম।

তিনি লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে ৯২ দশমিক ৫ পেয়েছেন।

মিম খুলনা মেডিকেল কলেজে কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন। তার বাবা মোসলেম উদ্দিন সরদার পেশায় সহকারী অধ্যাপক। আর মা খাদিজা খাতুন সরকারি চাকরি করেন।

খুলনার ডুমুরিয়া থানার আরজি এলাকার মেয়ে মিম। পরিবারের সাথে তিনি বর্তমানে খুলনা শহরের মওলানাপাড়ার টিবি বাউন্ডারি রোডে বসবাস করেন।

মিম ২০১৯ সালে যশোর বোর্ডের অধীনে ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০২১ সালে একই বোর্ডের অধীনে সরকারি এমএম সিটি কলেজে থেকে এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পান।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

এ বছর পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশ নেন, যার বিপরীতে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩।

উত্তীর্ণদের মধ্যে সরকারি মেডিকেলে ১ হাজার ৮৮৫ ছেলে ও ২ হাজার ৩৪৫ মেয়ে ভর্তির সুযোগ পাবেন।

দেশে ৪৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এছাড়া ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরো ৮ হাজার ৩৪০টি আসন রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ