ভারতে ১২১ বছরের রেকর্ড ভেঙেছে মার্চের গরম

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: ১৯০১ সালের পর সবচেয়ে উষ্ণতম মার্চ মাস দেখেছে ভারত। ১২১ বছরের ইতিহাসে গত মার্চে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। শনিবার (২এপ্রিল) ভারতের আবহাওয়া দফতরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্র: আনন্দবাজার।

এতে বলা হয়েছে, ভারতে গত মার্চ মাসে স্বাভাবিক তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১ দশমিক ৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একই সময়ে দেশটিতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে গড় বৃষ্টিপাতও ওই মাসে দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাতের তুলনায় ৭১ শতাংশ কম হয়েছে।

এর আগে, গত জানুয়ারির শুরুর দিকে ভারতের আবহাওয়া দফতর বলেছিল, ১৯০১ সালের পর ভারতের ইতিহাসে পঞ্চম উষ্ণতম বছর ছিল ২০২১ সাল। তবে মার্চের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে ২০২২ সাল উষ্ণতার নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করছেন দেশটির আবহাওয়াবিদদের অনেকেই।

উদ্বেগজনক হারে বৃষ্টিপাত কমে যাওয়ার বিষয়ে ভারতের আবহাওয়া দফতর বলছে, দেশজুড়ে গত মার্চে অন্যান্য বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ভারতে ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টিপাতের নজির আছে মাত্র দু’বার।

সাধারণত মার্চ মাসে দেশটিতে গড়ে ৩০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু চলতি বছরের মার্চে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৮ দশমিক ৯ মিলিমিটার। এর আগে, ১৯০৮ সালের মার্চে দেশটিতে বৃষ্টিপাত হয়েছিল ৮ দশমিক ৭ মিলিমিটার। ১৯০৯ সালের মার্চে হয়েছিল ৭ দশমিক ২ মিলিমিটার।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ