মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছিলো ১২ কেজি স্বর্ণ

আরো পড়ুন

আর আই রাজিব, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

উপজেলার মাটিলা বিওপির লেবুতলা গ্রামের হাতির মোড় থেকে শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয। সে সময় মোটরসাইকেলসহ ইব্রাহিমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২ কেজি ৫৩০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যেখানে ৯৮টি ছোট ও একটি বড় সোনার বার রয়েছে।

আটক ৩৫ বছর বয়সী ইব্রাহিম খলিলের বাড়ি উপজেলার জাগুসা গ্রামে।

বিজির পক্ষ থেকে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা করার প্রক্রিয়া চলছে বলেও জানান কর্নেল শাহিন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ