২০২০ সালে স্বাস্থ্য সেবায় জাতীয় পর্যায়ের সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত হয়েছে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকায় ওসমানি স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিকট থেকে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার।
২০২০ সালের এই পুরস্কার আরো আগে দেয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দিতে বিলম্ব হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য স্বাস্থ্য সেবায় দেশের সেরা দশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এই পুরস্কার দেয়া হয়।
এতে দেশের সেরা দশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে চারটিই যশোরের। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অফিসিয়াল ফেসবুক পেজ ‘ডিরিক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস’ ফেসবুক পেজে পুরুস্কার প্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ উর্দ্ধতন স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে একটি গ্রুপ ছবি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলির পর্যায়ক্রমিক তালিকা দেয়া হয়েছে। এতে প্রথম হয়েছে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দ্বিতীয় হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তৃতীয় হয়েছে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চতুর্থ হয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চম হয়েছে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৬ষ্ঠ হয়েছে বরিশালের বানারিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৭ম হয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৮ম হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবম হয়েছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
জাহিদ মালেক বলেন, যারা পুরস্কার পেয়েছেন, এটা তাদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার। আর যারা পাননি তাদের ভালো কাজে আগ্রহ বাড়াবে।
স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সারাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, গুড গভর্নেন্স, চিকিৎসক-রোগীর সম্পর্ক, টিকিট কাটা থেকে সেবা পাওয়া পর্যন্ত রোগীর কত সময় লাগে- এরকম কয়েকটি ক্রাইটেরিয়ায় ৩০০ নম্বরের মধ্যে স্কোরিং করে।

