নিজস্ব প্রতিবেদক, যশোর: হার না মানা লড়াকু সেই তামান্না আক্তার নুরার পাশে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে তামান্নার বাড়ি যশোর শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের ভাড়া বাড়িতে এসে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক (সেক্রেটারি) একেএম আফাজালুর রহমান বাবুসহ নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ তামান্নাকে বঙ্গবন্ধুর আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন, শেখ হাসিনার বাণী বইগুলো উপহার দেন। এছাড়াও তামান্নাকে দেয়া হয়েছে নগদ অর্থ সহায়তা।
সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, জননেত্রী শেখ হাসিনা এতই তীক্ষ্ণ জ্ঞান রাখেন বাংলাদেশে কোথায় কি হচ্ছে তিনি সহজে জানতে পারেন। যার কারণে তিনি সহজেই প্রতিভাবান তামান্নাকে খুঁজে পেয়েছেন।
সাধারণ সম্পাদক একেএম আফাজালুর রহমান বাবু বলেন, তামান্না বর্তমান সমাজের আইকন। তামান্না বর্তমান প্রজন্মকে মোটিভেশনাল স্পিকিং এর মাধ্যমে উদ্বুদ্ধ করতে পারেন।

এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যান রামনগর ইউনিয়নের সিরাজ সিংহি গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে, সুখ দুঃখের খোঁজ খবর নেন এবং সকল পরিবারের

সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম আফাজালুর রহমান বাবু ও জাতীয় পরিষদের সদস্য তৌহিদুর রহমান । যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম, ফারুক হোসেন, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খাঁন, জুয়েল খান, রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বাবলু, মাসুদুর রহমান লিটন, সদস্য রমজান গাজী, এনায়েত হোসেন, হাসান আলী, আশিকুর রহমান প্রমুখ।
জাগো/এমআই

