চাচা বাড়িতে না থাকার সুযোগে যশোরে চাকু দেখিয়ে চাচীকে ধর্ষণ, যুবক আটক

আরো পড়ুন

যশোর: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় যশোরের দেয়াড়ায় চাকুর ভয় দেখিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি থানায় বুধবার (৩০ মার্চ) রাতে মামলা হয়।

আটক শাকিল যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালসা বিশ্বাস পাড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খান মাইদুল ইসলাম বলেন, শাকিল তার চাচিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। চাচি প্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখাতো। একপর্যায়ে গত ২৭ মার্চ তার চাচা বাড়িতে না থাকার সুযোগে রাত ১০টার দিকে শাকিল চুরি করে চাচির রুমে লুকিয়ে থাকেন। চাচি তার ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লে পরে শাকিল রাতে ধারালো চাকু দেখিয়ে চাচিকে ধর্ষণ করে। এঘটনায় মঙ্গলবার চাচি থানায় অভিযোগ দেন। অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা মেলে। এক পর্যায় মামলা রুজু হয় ও শাকিলকে বুধবার রাতে আটক করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ