ছিনতাইয়ে বাধা দেয়ায় খুন হন ‘গরীবের ডাক্তার’ বুলবুল

আরো পড়ুন

ছিনতাইয়ে বাধা দেয়ায় মিরপুরের শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশন এলাকায় ‘গরীবের ডাক্তার’ আহমেদ বুলবুল ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা বাহিনীকে তারা এমন তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় ছিনতাই হওয়ার বুলবুলের মোবাইলটি গ্রেফতার ব্যক্তির কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার চারজনের ব্যাপারে বিস্তারিত জানাতে বুধবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবির যুগ্ম কমিশনার একেএম হাফিজ আক্তার। সেখানে গ্রেফতার চারজন ও চিকিৎসক বুলবুলের হত্যার বিষয়টি তুলে ধরেন তিনি।

গ্রেফতাররা হলেন রায়হান ওরফে সোহেল ওরফে আপন (২৭), রাসেল হোসেন হাওলাদার (২৫), আরিয়ান খান হৃদয় (২৩) এবং সোলায়মান (২৩)। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। ঘটনার দিন ছিনতাইয়ে বাধা দেয়ায় বুলবুলকে ছুরিকাঘাত করেন তারা।

হাফিজ আক্তার জানান, ঘটনার পর বুলবুলের ব্যবসায়িক দ্বন্দ্ব এবং ছিনতাই দুটি বিষয়কে সামনে রেখে তদন্তে নামেন তারা। এরপর চারজন গ্রেফতার হলে তাদের কাছে বুলবুলের মোবাইল ফোনটি পাওয়া যায়। তখনই তারা নিশ্চিত হয়েছেন এই চারজনই বুলবুল হত্যার সঙ্গে জড়িত।

ডিবির যুগ্ম কমিশনার বলেন, ঘটনার দিন ওই এলাকায় পাঁচজনের একটি দল ছিল। ভোর চারটায় তারা বের হন। সাড়ে পাঁচটার দিকে ডাক্তার বুলবুল সেই রাস্তায় উঠলে পাঁচজন তাকে ঘিরে ধরেন। এ সময় বুলবুলের মোবাইল ও টাকাপয়সা ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন তারা। বাধা দিলে তাদের সঙ্গে বুলবুলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বুলবুলের পায়ের উরুতে তারা ছুরিকাঘাত করেন। ছিনতাইয়ের সময় তারা শুধুমাত্র বুলবুলের মোবাইল ফোনটি নিলেও অন্য কিছু নেননি।

ছুরিকাঘাতের ফলে বুলবুলের শরীর থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে। এতে ভয় পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরে বিহঙ্গ পরিবহনের চালক ও তার সহকারী বুলবুলকে উদ্ধার করে আল-হেলাল হাসপাতালে নিয়ে যায়।

বুলবুলের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, যেহেতু আর্টারি কাটা গেলে বাঁচানো সম্ভব হয় না। আল-হেলাল হাসপাতালে আর্টারি জোড়া লাগানোর সক্ষমতা ছিল কিনা আমরা তা যাচাই করে দেখব।

ঘটনার নেপথ্যে আরো অন্য কোনো কারণ আছে কি না এবং কেউ তাদের পাঠিয়েছিল কিনা সেজন্য গ্রেফতারকৃতদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ছিনতাইকারীদের ব্যাপারে হাফিজ আক্তার জানান, গ্রেফতার রায়হান সোহেল একজন পেশাদার ছিনতাইকারী। এর আগে ছিনতাইয়ের ঘটনায় রায়হান ডিবির হাতে গ্রেফতার হয়েছিল। সম্প্রতি সে জামিনে বেরিয়ে এসেছে। রাসেল চলতি মাসের শুরুতে ছিনতাইয়ের মামলায় জামিনে বেরিয়ে এসেছে। এ ঘটনায় একজন পলাতক রয়েছে। ‌ তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

গত রবিবার সকালে রাজধানীর কাজীপাড়ায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের হামলায় নিহত হন চিকিৎসক আহমেদ মাহী বুলবুল। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে রাজধানীর শেওড়াপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ