কেন্দ্রীয়ভাবে নয়, জেলা পর্যায়েই হবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতো জেলা পর্যায়েই হবে এ পরীক্ষা।

ডিপিইর মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম মঙ্গলবার জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে ভার্চুয়াল সভা করেন। এতে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

সভায় উপস্থিত একাধিক জেলা শিক্ষা অফিসার এ তথ্য জানান।

একজন জেলা শিক্ষা অফিসার বলেন, গতকাল ডিজি মহোদয়ের সঙ্গে আমাদের অনলাইনে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে স্যার জেলা পর্যায়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের কথা জানান।

আরেক কর্মকর্তা বলেন, মহাপরিচালক মহোদয় আমাদের কেন্দ্র তালিকা ও শিক্ষার্থী ধারণক্ষমতার বিস্তারিত পাঠাতে বলেছেন।

পরীক্ষার কোনো তারিখ নির্ধারণ করা হয়েছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এপ্রিলের ২২ তারিখ পরীক্ষা শুরু হতে পারে বলে সভায় জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিইর মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।

এর আগে গত ২১ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ঢাকায় নাকি জেলা পর্যায়ে হবে, তা নিয়ে বৈঠক হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ