রাজধানীতে হরতালের দিনেও তীব্র যানজট

আরো পড়ুন

ঢাকা অফিস: নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের দিনও রাজধানীতে যানজট দেখা গেছে। অর্ধ-দিবস হরতালের সকাল থেকেই রাস্তায় গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যদিনের মতো তীব্র জ্যাম দেখা যায় বিভিন্ন সড়কে।

সোমবার (২৮ মার্চ) সকাল থেকে রাজধানীর পল্টন-শাহবাগ এলাকায় অবস্থান নেন বাম জোটের নেতাকর্মীরা। এর বাইরে হরতালের সমর্থনে কারো তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি।

রাজধানীর বাড্ডা, গুলশান, মহাখালী, বনানী এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় হরতাল সমর্থনে কোনো মিছিল বা অবস্থান কর্মসূচিও চোখে পড়েনি।

হরতালের ব্যাপারে জানতে চাইলে তুরাগ বাসের এক হেলপার বলেন, ‘আপনার কাছে শুনলাম হরতাল। আমি তো জানতামই না।’

একই বাসের এক যাত্রী বলেন, ‘এখন হরতাল আছে নাকি ভাই? সবাই আছে যার যার চিন্তায়। কয়টা খাইয়া পইরা কোনো রকম বাঁচি।’

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে অর্ধ-দিবস হরতাল পালনের ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট। ‘ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে’ হরতালের ডাক দেয় বাম জোট।

হরতালের পক্ষে ঢাকাসহ সারাদেশে প্রচারপত্র বিলি, সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগ করে জোট।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ