শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দখল কেন্দ্র করে বন্দরের শ্রমিকদের মধ্যে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ ও বোমা হামলা।
আজ সোমবার (২৮ মার্চ) বেলা ১২ টার দিকে বেনাপোল বন্দরের নিকটে পাল্টাপাল্টি সংঘর্ষ ও বোমা হামলা ঘটণা ঘটে।
পুলিশের সূত্রে , বন্দরের শ্রমিকদের দুই গ্রুপের মতামতের বিভেদ ও বন্দর দখল নিয়ে এঘটনা ঘটে। এক পযার্যে দুই গ্রুপই ব্যাপক বোমা হামলা চালাতে থাকে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিততে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।
নয়ন হোসেন/এমআই

