বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত-মৃত্যু কমেছে

আরো পড়ুন

করোনাভাইরাসের তাণ্ডব দিন দিন কমে আসছে। বিস্তার ঠেকাতে বিশ্বের দেশে দেশে স্বাস্থ্যবিধির ওপর জোর দেয়ার পাশাপাশি অব্যাহত রয়েছে টিকা প্রয়োগ কার্যক্রম। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কয়েকদিন আগেও ডেলটা, ওমিক্রন ধরনের কারণে নিত্যদিন করোনার ভীতিকর অবস্থা দেখতে হয়েছিল বিশ্ববাসীকে।

রবিবার (২৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৯ হাজার ৬৭০ জন। এ সময় মারা গেছেন ৩ হাজার ৬৫ জন।

এর আগে শনিবার (২৬ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৫৬৬ জনের। যা গতকালের চেয়ে কিছুটা কম, আর গত চার দিন ধরে আক্রান্ত-মৃত্যু কমতির দিকে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, রবিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ১২ লাখ ৩৭ হাজার ১৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৭০৩ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৪৫ হাজার ৯৮১ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৬ লাখ ১৬ হাজার ৯৩৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩ হাজার ৪২৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ১৯ হাজার ২৭০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৩৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ১৭৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৮ হাজার ৮১২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৩৯৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৬৩১ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬ লাখ ৯১ হাজার ১২৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৪৫৪ জন।

আক্রান্তের তালিকায় জার্মানি ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ