ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুর্ঘটনা, ঝরলো কৃষকের প্রাণ

আরো পড়ুন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পরিবহনের সাথে মাহিন্দ্রার সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৮ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কৃষকের নাম বাবর আলী সরদার (৬০)। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার মঙ্গলানন্দকাটি গ্রামের বাসিন্দা।

নিহতের ভাইপো হাবিবুর রহমান জানান, সোমবার দুপুরে চাচার চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে সাতক্ষীরা শহরে যায়। পথিমধ্যে মাহিন্দ্রাযোগে ফেরার সময় শাকদাহ নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনের সাথে ধাক্কা লাগে মাহিন্দ্রার। এতে তিনি গুরতর আহত হন।

পরবর্তীতে তাকে সাতক্ষীরা মেডিকেল চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ