নিজস্ব প্রতিবেদক, যশোর : স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আগামী ২৯ মার্চ যশোর টাউনহল ময়দানে সমাবেশ সফল করতে এক জরুরি সভা করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (২০ মার্চ) রেল রোডস্থ দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলনের সঞ্চালনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিকাইল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সমির কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, দফতর সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকন, প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, সদস্য রিমন খাঁন, নুর ইমাম বাবুল, সদর সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহসভাপতি আসাদুজ্জামান সুমন, প্রচার সম্পাদক এম এ সোহাগ, শহর শাখার আহ্বায়ক এসএম মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, শেখ মো. ইব্রাহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গফফার হোসেন, মণিরামপুরের আহ্বায়ক অরবিন্দ হাজরা, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম, সেলিম হোসেন, ঝিকরগাছার সদস্য ওমর শরীফ সাকী, পৌর সাধারণ সম্পাদক মুনিরুল আলম মিশর, বাঘারপাড়ার সাবেক আহ্বায়ক মাশরুল আলম, যুগ্ম-আহ্বায়ক রজিবুল ইসলাম, রাসেল আহমেদ, টিপু সুলতান, চৌগাছা সাধারণ সম্পাদক ইব্রাহিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, বেনাপোল পৌর শাখার সভাপতি জুলফিকার আলী মন্টু, ওবায়দুল ইসলাম, কামরুজ্জামান, ফারুক হোসেন, পুলক কান্তি ঘোষ, জুয়েল খান, মুক্ত খান, নাজমুল হোসেন, এস এম রয়েল, কামরুল হাসান, ইমন তরফদার, জুবায়ের পান্না, ইভেন হোসেন, শহিদুল ইসলাম, হিরু মিয়া, জলিল মিয়া, সাকির সাইফুল, টুটুল হোসেন প্রমুখ।

