নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানকে সামনে রেখে যশোরে নিম্নআয়ের এক লাখ ৩৭ হাজার চারশ’ ৩৯টি পরিবারের মধ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ।
ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ২৫ ও ২৬ মার্চ জাতীয় দুটি দিবস বাদ রেখে আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব পণ্য বিক্রি করা হবে।
জেলা প্রশাসনের ক্যালেন্ডার অনুযায়ী টিসিবিপণ্য বিক্রির সময়, স্থান ও সংখ্যা আগে থেকেই জানিয়ে দেয়া হবে।
যার মধ্যে আজ থেকে শুরু হতে যাওয়া বিক্রির স্থান ও সময় ঘোষণা করা হয়েছে। কঠোর মনিটরিংয়ের মাধ্যমে দেয়া হবে প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা। এজন্য জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত হয়েছে বাস্তবায়ন কমিটি ও ট্যাগ টিম।
গতকাল শনিবার (১৯ মার্চ) দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবহিত করেছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, যশোরের আট উপজেলার ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় মোট এক লাখ ৩৭ হাজার চারশ’ ৩৯টি পরিবারে কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে করোনাকালে প্রধানমন্ত্রীর দুই হাজার পাঁচশ’ টাকা করে মানবিক সহায়তাপ্রাপ্ত ৪৫ হাজার ছয়শ’ ১৩টি পরিবার ও নতুন করে ৯১ হাজার আটশ’ ২৬টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পরিবারের জন্য দুটি করে কার্ড তৈরি করা হয়েছে। একটি পরিবারের কাছে থাকবে, অপরটি থাকবে টিসিবি ডিলারের কাছে। যশোরে ৬৩ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য সরবরাহ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম পর্বে একজন কার্ডধারী ১১০ টাকা দরে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুরের ডাল কিনতে পারবেন। যার প্যাকেজ মূল্য হবে ৪৬০ টাকা।
রোজায় ৩ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে দ্বিতীয় পর্বে একজন কার্ডধারী ১১০ টাকা দরে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুরের ডাল ও ৫০ টাকা দরে দুই কেজি ছোলা কিনতে পারবেন। যার প্যাকেজ মূল্য হবে ৫৬০ টাকা।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা প্রশাসন নির্ধারিত স্থানে পণ্য বিতরণ করবে। যদি কেউ অনুপস্থিত থাকে তবে অনুপস্থিত সংখ্যার সমপরিমাণ পণ্য বিকেল চারটা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই দামে যে কোনো নাগরিক এনআইডি কার্ড দিয়ে কিনতে পারবেন। কেউ নির্ধারিত দিনে মিস করলে তার জন্য বিকল্প আর কোনোদিন বা সুযোগ থাকবে না।
আজ প্রথম দিনে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের বি ব্লক বাজার ও সাত নম্বর সেক্টরে নয় নম্বর ওয়ার্ডে ৯১৮ জনের মধ্যে মেসার্স আকাশ ট্রেডার্স, লেবুতলা ইউনিয়নে পরিষদ চত্বর ও আব্দুলপোতা বাজারে ৯১৪জনকে মেসার্স মদিনা এন্টারপ্রাইজ, কচুয়া ইউনিয়ন পরিষদ চত্বর ও নিমতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮৪৮ জনকে মেসার্স ইমন এন্টারপ্রাইজ, রামনগর ইউনিয়ন পরিষদ চত্বর ও রাজারহাটে এক হাজার ৫১৫ জনকে মেসার্স মোল্যা ট্রেডার্স, ইছালিতে ইউনিয়ন পরিষদ ও মনোহরপুর বাজারে এক হাজার ১৩১ জনকে বিতরণ করবে মেসার্স তামিম এন্টারপ্রাইজ।
কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়ন পরিষদ চত্বর ও গোপালপুর মোড়ে (মির্জানগর) ৮০০ জনের মধ্যে বিতরণ করবে ডিলার মেসার্স আশরাফ আলী। গৌরিঘোনা ইউনিয়নে গৌরিঘোনা বাজার ও ভেরচী বাজারে ১০৬৭ জনকে মেসার্স দত্ত এন্টারপ্রাইজ, হাসানপুর ইউনিয়নে হাসানপুর বাজার ও বগা বাজারে ৭৬২ জনকে মেসার্স শাহীন ট্রেডার্স, পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বর ও বাঁকাবর্শি নতুনহাটে ১২৭৮ জনকে বিতরণ করবে মেসার্স ওয়াদুদ এন্টারপ্রাইজ।
ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদ চত্বরে ১০১৮ জনের মধ্যে মেসার্স হাবিব এন্টারপ্রাইজ, বাঁকড়ায় ইউনিয়ন পরিষদ চত্বরে ৯৯১ জনকে মেসার্স এম আর এন্টারপ্রাইজ, গঙ্গানন্দপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ৯৪৩ জনকে মেসার্স মনোয়ার এন্টারপ্রাইজ, শিমুলিয়ায় ইউনিয়ন পরিষদ চত্বরে এক হাজার নয়জনের মধ্যে বিতরণ করবে মেসার্স হাফিজ এন্টারপ্রাইজ।
অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউয়িনে পরিষদ চত্বর ও কোদলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৯৭৫ জনের মধ্যে মেসার্স আঃ মান্নান, প্রেমবাগ ইউনিয়ন পরিষদ চত্বর ও মাগুরা বাজারে ৭৫৬ জনের মধ্যে মেসার্স এন এন সি ট্রেডার্স, পায়রায় ইউনিয়ন পরিষদ চত্বর ও ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮২১ জনের মধ্যে বিতরণ করবে মেসার্স জাকির ট্রেডার্স।
শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নে শিকারপুর বাজার ও লক্ষণপুর বাজারে ৯৮৯ জনের মধ্যে মেসার্স নুরজাহান ট্রেডার্স, নিজামপুরে ইউনিয়ন পরিষদ চত্বর ও বাসাবাড়ি বাজারে ৯৬৭ জনের মধ্যে মেসার্স নুরুল ইসলাম ট্রেডার্স, বেনাপোলে কাগজপুকুর বাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে ১০৫১ জনের মধ্যে মেসার্স এস আর এন্টারপ্রাইজ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বর ও শাখারীপোতা বাজারে এক হাজার ১৯৮ জনের মধ্যে মেসার্স সবুজ এন্টারপ্রাইজ পণ্য বিতরণ করবে।
বাঘারপাড়া উপজেলার পৌরভবন ও বর্ণময় কিন্ডারগার্ডেন স্কুলে ৭৫৮ জনের মধ্যে মেসার্স আজিজ এন্টারপ্রাইজ, দরাজহাটে ছাতিয়ানতলা মাদরাসা মাঠ ও ইউনিয়ন পরিষদ মাঠে এক হাজার ৬৩ জনের মধ্যে মেসার্স পূরবী ট্রেডার্স, ধলগ্রামে আগড়া বাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে ৮৯৭ জনের মধ্যে মেসার্স হোসেন ট্রেডিং কর্পোরেশেন, জহুরপুরে রামগোপাল মাধ্যমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ চত্বরে ১০৮৯ জনের মধ্যে পণ্য বিতরণ করবে মেসার্স ভুইয়া মুদি স্টোর।
চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নে ফতেপুর বাজার, ধুলিয়ানী বাজার ও বড় কাবিলপুর বাজারে ৫৫২ জনের মধ্যে মেসার্স সানা এন্টারপ্রাইজ, সিংহঝুলীতে গরীবপুর নিউমার্কেট, সিংহঝুলী মল্লিকবাড়ী মোড় ও মশিয়ূরনগর পাকড়াতলায় ৬৯৯ জনের মধ্যে মেসার্স রোজা এন্টারপ্রাইজ, পাশাপোলে দশপাকিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ, পাশাপোশ বাজার, রানীয়ালী বাজারে ৭৬৪ জনের মেসার্স মিজান স্টোর, জগদীশপুরে ইউনিয়ন পরিষদ চত্বর, স্বর্পরাজপুর বাজার ও আড়পাড়া বাজারে ৭৯৪ জনের মধ্যে মেসার্স খান ভ্যারাইটি স্টোর পণ্য বিতরণ করবে।
মণিরামপুর উপজেলায় মণিরামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৫২২ জনের মধ্যে মেসার্স আলিফ ট্রেডার্স, ঢাকুরিয়ায় ইউনিয়ন পরিষদ চত্বরে ১২৮৯ জনের মধ্যে মেসার্স তানভীর এন্টারপ্রাইজ, নেহালপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ৭৩৫ জনের মধ্যে মেসার্স মা এন্টারপ্রাইজ, মনোহরপুরে পরিষদ চত্বরে ৬৬২ জনের মধ্যে মেসার্স মীম স্টোর, কুলটিয়ায় পরিষদ চত্বরে ৯৭৫ জনের মধ্যে মেসার্স লুৎফুন্নাহার পণ্য বিতরণ করবে।
টিসিবি পণ্য সরবরাহ কার্যক্রমের সমন্বয়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান জানান, চৌগাছায় উপজেলার ১১ ইউনিয়ন ও এক পৌরসভায় ১১ হাজার ৫৮১, বাঘারপাড়ার নয় ইউনিয়ন ও এক পৌরসভায় ১১ হাজার ৮২০, অভয়গরের আট ইউনিয়ন ও এক পৌরসভায় ১২ হাজার ১৭২, শার্শার ১১ ইউনিয়ন ও এক পৌরসভায় ১৮ হাজার ৪৩৮, মণিরামপুরের ১৭ ইউনিয়ন ও এক পৌরসভায় ২১ হাজার ৬২৬, ঝিকরগাছার ১১ ইউনিয়ন ও এক পৌরসভায় ১৩ হাজার ২৫৫, কেশবপুরের ১১ ইউনিয়ন ও এক পৌরসভায় ১৪ হাজার ৪৪৫ এবং সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ৩৪ হাজার একশ’ দুইটি পরিবার এ সহায়তা পাবে।

