নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহিম মোড়লকে প্রধান করে ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১৫ মার্চ) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা পরীক্ষার টাকার হিসেবে ব্যাপক গড়মিলের আভাস পাওয়া যায়। সেখানে রীতিমতো হরিলুট চলছিলো। কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে সরকারের মোটা অংকের টাকা গায়েব করার বিষয়টি অবগত হন হাসপাতালের তত্ত্বাবধায়ক। প্রাথমিকভাবে ৮০ হাজার টাকা তছরুপ করার সত্যতা মেলে। হিসেবে গড়মিলের বিষয়টি আমলে নেন তত্ত্বাবধায়ক। তার নির্দেশে ১২ মার্চ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়। ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত চিঠি কমিটির সদস্যদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার তদন্ত কমিটির একজন সদস্য জানান, করোনা পরীক্ষার টাকা আত্মসাতের বিষয়টি খুবই স্পর্শকাতর একটি বিষয়। অনেক সতর্কতার সাথে বিষয়টি তদন্ত করা হবে। এরপর প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, তদন্তে করোনা পরীক্ষার টাকা গায়েব করার সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাগোেএমআই

