স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনে বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে রানের ফোয়ারা ফুটিয়েছেন লিজেন্ড অব রূপগঞ্জের ব্যাটার নাইম ইসলাম, রাকিবুল হাসান, চিরাগ জানি, ঝড় তুলেছিলেন সাব্বির রহমান।
টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান ও আব্বাস মুসার জুটি ভাঙে ৩৪ রানের মাথায়। মুসা বিদায় নেন ১৭ রান করে। তানজিদ তামিম বিদায় নেন ২৩ রান করে।
এরপর রাকিবুল হাসানকে নিয়ে ৮৯ রানের জুটি বেঁধে ফিফটি তুলে নেন নাইম। রাকিবুল ৪৬ রান করে বিদায় নেন আল আমিন জুনিয়রের বলে স্টাম্পিং হয়ে। এরপর চিরাগ জানির সঙ্গে আরও ৮৪ রানের জুটি বাঁধেন নাইম।
চিরাগ ৪৪ বলে ৪৭ রান করে বিদায় নেন আলমগীর হোসেনের বলে ক্যাচ দিয়ে। নাইম ইসলাম একপ্রান্ত ধরে এগিয়ে যান শতকের পথে। তবে নার্ভাস নাইন্টিতে ৯২ (১১৪) রান করে ৮ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় সাজঘরে।
শেষে সাব্বির রহমান ২৫ বলে ৫টি চার ও ১ ছয়ে ৪২ রানের ইনিংস খেলে রূপগঞ্জকে এনে দেন ৭ উইকেটে ২৯১ রানের বিশাল সংগ্রহ।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে ৩ উইকেট নেন কাজী অনিক। ২ উইকেট নেন আলমগীর হোসেন ও ১ উইকেট নেন আল আমিন জুনিয়র।
জাগো/এমআই

