আন্তর্জাতিক ডেস্ক: বড় ধাক্কা খেলেন হিজাবের পক্ষে আন্দোলনরত ছাত্রীরা। হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, রায় দিলো কর্নাটক হাইকোর্ট।
মঙ্গলবার সকালে আদালত জানিয়ে দিলেন এ কথা।
খারিজ হয়ে গেলো হিজাব পরা নিষিদ্ধ করার বিপক্ষে হাইকোর্টে দায়ের হওয়া সমস্ত পিটিশন। এর ফলে হাইকোর্টে জয় হলো রাজ্য সরকারেরই।
গোলমালের আশঙ্কা করে কর্নাটক সরকার এক সপ্তাহের জন্য বেঙ্গালুরু শহরে বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ম্যাঙ্গালুরুতেও ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত বন্ধ সমস্ত বড় জমায়েত। হিজাব বিতর্কের ভরকেন্দ্র উদুপিতে মঙ্গলবার বন্ধ সমস্ত স্কুল, কলেজ।

