নিজস্ব প্রতিবেদক: যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শ্বশুরকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।
সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আনিসুর রহমান ওই গ্রামের মৃত সাহেদ গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান। পরে তাকে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়।
গত ৪ মার্চ ওই নারীর মা মামলায় উল্লেখ করেন, দেড় বছর আগে আনিছুর রহমানের ছেলে সুমনের সাথে তার মেয়ের বিয়ে হয়। তাদের সাত মাসের একটি শিশু সন্তান রয়েছে। সপ্তাহ খানেক আগে মেয়ে শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে চলে আসে। পরে মেয়ে জানায় মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে শ্বশুর তাকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মামলা করা হয়।

