নিজস্ব প্রতিবেদক: যশোরে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সাড়ে ৩ বছর বয়সী মাহির নামের এক ছেলে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে শহরতলি চাঁচড়া হঠাৎপাড়া আশ্রয়ণ প্রকল্পের সামনে পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহির ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াদাহ গ্রামের মুনসুর সরদারের ছেলে।
নিহতের মাহির নানা আলম সরদার বলেন, আমার নাতি তিন দিন আগে মেয়ের সাথে বেড়াতে আসে। আমরা আশ্রয়ণ প্রকল্পে থাকি। নাতি কখন যে খেলা করতে বাসার সামনে পুকুরে ডুবে গেছে কেউ বুঝতেই পারিনি। সকাল ১১টা থেকে মাহিরকে না দেখে খোঁজাখুজি করি। বেলা ২টার দিকে পুকুরে মরদেহ ভাসতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার তাকে মৃত বলে জানায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

