বাগেরহাটে ব্যবসায়ীকে মারধর ও ছিনতাই, মেম্বর গ্রেফতার

আরো পড়ুন

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাট জেলা সদরে একজন হিন্দু ব্যবসায়ীকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে আরিফুল ইসলাম (৪০) নামে একজন ইউপি সদস্যকে (মেম্বর) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ইউপি সদস্য আরিফকে সোমবার (১৪ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় রবিবার রাতে কাড়াপাড়া গ্রামের বাসিন্দা রাজীব সাহা নামে একজন ইলেকট্রিক ব্যবসায়ী বাদী হয়ে ইউপি সদস্য আরিফুল ইসলাম ও তার সহযোগী শেখ রিপনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেন। আরিফুল ইসলাম সদরের কাড়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং কাড়াপাড়া গ্রামের মৃত আজাহারুল ইসলামের ছেলে।

মামলার বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে কাড়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম তার ওয়ার্ডের বাসিন্দা ইলেকট্রিক পণ্যের ব্যবসায়ী প্রদীপ সাহার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। রবিবার সকালে ব্যবসায়ী প্রদীপ ও তার ছোট ভাই রাজীব সাহা বাগেরহাট শহরের দশানী এলাকায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে কাড়াপাড়া বাজারে আগেই ওৎ পেতে থাকা ইউপি সদস্য আরিফুল ইসলাম ও তার সহযোগীরা পথরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় রাজীবের পকেটে থাকা নগদ ৩৭ হাজার ৫০০ টাকা এবং গলার স্বর্ণের চেইন ছিনতাই করে চলে যাওয়ার সময়ে বলে তোদের কাছে দাবি করা দুই লাখ টাকার কিছু অংশ নিয়ে গেলাম। বাকি টাকা একদিনের মধ্যে পরিশোধ না করলে তোদের দুই ভাইকে জীবনে শেষ করে দেবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়।

ওই ব্যবসায়ীর দেয়া অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে কাড়াপাড়া বাজার এলাকা থেকে ইউপি সদস্য আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে আরিফের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিলেছে। পুলিশ চাঁদাবাজির ঘটনাটি তদন্ত করছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার বিকালে ইউপি সদস্য আরিফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরিফ মেম্বর গ্রেফতার হওয়ার পর স্থানীয়রা অভিযোগ করেন, সম্প্রতি হয়ে যাওয়া ইউপি নির্বাচনে আরিফুল ইসলাম কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের হিন্দু সম্প্রদায় অধ্যুষিত ৭ নং ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর চড়াও হন। বিভিন্ন সময়ে তিনি ও তার সহযোগীরা এলাকার অজিত মাঝি, কার্তিক সাহা, নিতাই ধোপাকে অ-কারণে হুমকি ধামকি এমনকি মারধর পর্যন্ত করেছেন। যা এলাকার অধিকাংশ মানুষ জানে। স্থানীয় ব্যবসায়ী দুই ভাই প্রদীপ ও রাজীব সাহাকে প্রকাশ্য দিবালোকে মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে। যা বাজারের মানুষ দেখেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ