সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় যুদ্ধাপরাধী মামলায় আশাশুনির উপজেলার বুধহাটার সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
রবিবার (১৩ মার্চ) দুপুরে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালি গ্রাম থেকে চেয়ারম্যান আবুল হাসেমকে (৭২) এবং মুজিবুর রহমান দনুকে (৭৫) চাপড়ার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। মাস খানেক আগে ঢাকার পিবিআই একটি টিম তাদের বিষয়ে তদন্তে করেন বলে বিশেষ একটি সুত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাড. চমন আরা।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আন্তজার্তিক ট্রাইবুনাল আদালতে ১৯৭১ সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের অভিযোগের মামলায় ওয়ারেন্ট রয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেছে।
কিশোর কুমার/এমআই

