চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, বেনাপোলে সাড়ে ৩ ঘণ্টা পণ্য ওঠানামা বন্ধ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর: ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগে যশোরের বেনাপোল বন্দরের পণ্য ওঠানামা সাড়ে ৩ ঘণ্টা বন্ধ রাখার পর চালু করেছে শ্রমিকরা।

হ্যান্ডলিংক শ্রমিকরা রবিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিক থেকে সাড়ে ১২টা পর্যন্ত কাজ বন্ধ রাখে।

হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ বলেন, সাজেল নামে আমাদের এক শ্রমিক সর্দার শুক্রবার রাতে পুটখালী ইউনিয়নের রাজাপুর বাজারের একটি চায়ের দোকানে বসে ছিল। পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফফারের ছেলে সেখানে লোকজন নিয়ে গিয়ে পাশের হাটখোলা বাজারে সাজেলকে ডেকে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

‘এ ঘটনার প্রতিবাদে আমরা বন্দরের পণ্য লোড-আনলোড বন্ধ রাখি। পরে প্রশাসনের আশ্বাসে কাজে ফিরে গেছি।’

চেয়ারম্যান গফফার বলেন, গত বার ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সাজেল আমার ছেলেকে মারপিট করে। এরই জেরে শুক্রবার রাতে আমার ছেলে সাজেলকে ডেকে নিয়ে চড়-থাপ্পড় মারে। পরে আলোচনা করে বিষয়টার মীমাংসা হয়েছে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, শ্রমিকরা প্রায় সাড়ে তিন ঘণ্টা কাজ বন্ধ রেখেছিলো। পরে প্রশাসনের আশ্বাসে আবার কাজ শুরু করেছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ