নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে বন্ধুর বোনের বাড়িতে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বন্ধু। আহত হয়েছে আরও একজন। গতকাল শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ হোসেনের ছেলে শাওন (২২) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে ইমরান (২১)। গুরুতর আহত হয়েছেন ডুমুর খালি গ্রামের আসিফ। আসিফের পিতার নাম প্রাথিকভাবে জানা যায়নি।
নিহতদের পরিবার সুত্রে জানা যায়, শাওন ও ইমরান গতকাল শুক্রবার রাতে উপজেলার খেদাপাড়া গ্রামে বন্ধু আসিফের বোনের বাড়িতে বেড়াতে আসে। এরপর সেখান থেকে রাত সাড়ে এগারোটার দিকে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বসন্তপুর-তেথলি সড়কের পাশে একটি মেহগনি গাছের সাথে সংঘর্ষ হয়। এতে শাওন ও ইমরান ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এবং আসিফকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে শনিবার রাত দেড়টার দিকে ভর্তি করে।
স্থানীয়রা জানায়, তিনজন একটি এএফটিআর মোটরসাইকেলে করে বেপরোয়া গতীতে যাচ্ছিলেন। ফলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে।
জাগো/এমআই

