জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শাহজাহানপুরের অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে বগুড়ার শাহজাহানপুরের ফুলতলা এলাকা থেকে আবু ইউসুফকে (৩০) গ্রেফতার করা হয়।
এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) আসলাম খান বলেন, শাহজাহানপুরে অভিযান চালিয়ে আল্লাহর দলের সক্রিয় সদস্য ও জেলা কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারী তিন জঙ্গিকে গ্রেফতারের পর তারা রিমান্ডে আবু ইউসুফের নাম বলে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফ একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। আইটি বিষয়ে দক্ষ হওয়ায় সাংগঠনিক কার্যক্রম, দাওয়াত ও যোগাযোগ রক্ষণের দায়িত্ব পালন ও আল্লাহর দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিমাসে আর্থিক অনুদান পেতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু ইউসুফ আল্লাহর দলের সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন।

