দেশে করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩২৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জনে।
বুধবার (৯ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।
এর আগে গতকাল মঙ্গলবার (৮ মার্চ) করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা যান। এ সময় ৪৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

