সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার (৮মার্চ) সকালে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহতের নাম নাজমা খাতুন (৩৫)। সে ইলিশপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। নিহতের ছেলে বাবু সরদার জানায়, সকাল থেকে আম্মু আর আব্বুর ঝগড়া চলছিল । রাগ করে আম্মু আজ সকালে রান্নাও করেনি। পরে আমি রুটি কিনতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িতে ফিরে এসে দেখি আম্মুকে গলা কেটে মেরে ফেলেছে আব্বু।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘাড়ে দা দিয়ে ৩-৪টি কোপ দেওয়া কারনে শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এঘটনায় নিহতের স্বামী আব্দুল আলীমকে আটক করা হয়েছে। রিপোট লেখা পর্যান্ত থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল।
কিশোর কুমার/এমআই

