খুলনায় অজ্ঞান পার্টির হাতে কলেজ শিক্ষ‌কের মৃত্যু

আরো পড়ুন

খুলনা প্রতিনিধি: অজ্ঞান পার্টির কবলে পড়ে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস এম নাজমুল ইসলাম (৫৫) মৃত্যুবরণ করেছেন।

সোমবার(৭ মার্চ) বেলা সাড়ে ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন জানায়, রবিবার কলেজের ক্লাস শেষ করে দুপুর ১টার দিকে আল আরাফাহ ইসলামি ব্যাংক চুকনগর শাখা থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর টাকা নিয়ে খুলনা ন্যাশনাল ইউনিভার্সিটিতে খাতা আনতে যাওয়ার জন্য চুকনগর বাজার থেকে বাসে ওঠেন। প্রতিমধ্যে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনা নাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে টাকা নিয়ে যায়। ৩টার দিকে বাস খুলনায় পৌছালে বাসের লোকজন তাকে সিটের উপর পড়ে থাকতে দেখে এবং অজ্ঞান অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।

সহকারী অধ্যাপক নাজমুল ইসলামের মূত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে চুকনগর কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীবৃন্দ শোক বিবৃতি জানিয়েছেন ।

নজরুল ইসলাম/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ