ঝিনাইদহে কলেজছাত্রীকে অপহরণ, যুবলীগ নেতা গাফফার গ্রেফতার

আরো পড়ুন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের সরকারি কেসি কলেজের এক ছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতা সাবেক যুবলীগ নেতা আবুজার গিফারী ওরফে গাফফারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এছাড়া অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করেছে র‍্যাব।

সোমবার (৭ মার্চ) মানিকগঞ্জে অভিযান চালিয়ে গাফফারকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গাফফারকে গ্রেফতার ও ওই ছাত্রীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (৫ মার্চ) ভোর ৬টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিউ একাডেমি স্কুলের সামনে থেকে ওই কলেজছাত্রীকে অপহরণ করে আবুজার গিফারী ওরফে গাফফার। এরপর ভুক্তভোগীর বাবা থানায় অপহরণের অভিযোগ করেন। অভিযোগের পরিপেক্ষিতে মামলা হয়।

এরপর র‍্যাব বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করে। অপহরণ করে ওই ছাত্রীকে মানিকগঞ্জে নিয়ে আসে গাফফার। এরপর র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাফফারকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ভুক্তভোগী ছাত্রীকেও উদ্ধার করা হয়।

এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ