যৌতুক মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে

আরো পড়ুন

স্ত্রী পুজা স্বর্ণকারের (২২) দায়ের করা যৌতুক নি‌রোধ আই‌ন মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খু‌বি) শিক্ষক সাধণ চন্দ্র স্বর্ণকারকে (৩২) কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্প‌তিবার (৩ মার্চ) জা‌মিন আবেদন কর‌লে মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট ত‌রিকুল ইসলাম জা‌মিন নামঞ্জুর ক‌রে এ নির্দেশ দেন।

বাদী প‌ক্ষের আইনজীবী আবু হুরায়রা সোহেল বলেন, ২০২০ সালের ৮ জুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের অ‌লোক স্বর্ণকারের মেয়ে পুজা স্বর্ণকারের সাথে একই এলাকার যুগল কৃষ্ণ স্বর্ণকারের ছেলে সাধণ চন্দ্র কর্মকারের রেজিস্ট্রিকৃতভাবে বিবাহ হয়। এরপর একই বছরের ২৭ নভেম্বর ধর্মীয় নিয়ম-নীতি মেনে উভয়ের মধ্যে বিবাহ হয়।

বা‌দিনীর অ‌ভিযোগে জানা যায়, বি‌য়ের পর তারা খুলনার সদর থানা‌ধীন কা‌শেমনগর এলাকায় ভাড়াবাসায় বসবাস কর‌তেন। বি‌য়ের ‌কিছু‌দিন পর থে‌কেই যৌতুক দা‌বি কর‌তেন সাধণ চন্দ্র স্বর্ণকার। পুজার বাবা জামাইকে বি‌ভিন্ন সময় নগদ টাকা, মোটরসাই‌কেল, স্বর্ণালঙ্কার প্রদান ক‌রেন। পরব‌র্তীতে জানা যায়, খু‌বি শিক্ষক সাধন চন্দ্র স্বর্ণকার স্ত্রী‌কে রে‌খে বি‌ভিন্ন মেয়ে‌দের সা‌থে অ‌নৈ‌তিক সম্প‌র্কে জ‌ড়ি‌য়ে প‌ড়েন। এসব বিষ‌য়ের প্রতিবাদ করায় গত ৫ জানুয়া‌রি পুজা‌কে মার‌পিট ক‌রে বাসা থে‌কে বের ক‌রে দেয়। এ ঘটনায় গত ৩১ জানুয়া‌রি খুলনা মেট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আমলী আদাল‌তে যৌতুক নিরােধ আইন ২০১৮ এর ৩ ধারায় স্ত্রী পুজা স্বর্ণকার মামলা দা‌য়ের ক‌রেন। মামলা নং সিআর ৭৭/২২।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ