ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় একটি ফ্ল্যাট বাসার ছয়তলা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দু’জনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘরের মেঝেতে মরদেহ দুটি পড়েছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মৃতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
জাগোবাংলাদেশ/এমআই

