যশোরে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি, কৃষকের ব্যাপক ক্ষতি

আরো পড়ুন

যশোর: যশোরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টা সাড়ে ৫ টা পর্যন্ত শহরে বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। এতে রবি মৌসুমের মুশরি, সবজি, আমের মুকুল ও পানের বরজের ক্ষতির আশঙ্কা রয়েছে।

যশোরে বিমান বাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস থেকে জানা গেছে, যশোরে প্রায় ১ ঘণ্টার বৃষ্টিপাতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আর এসময়ে বাতাসের গতিবেগ ছিলো ৩০ নটিকাল মাইল।

এদিকে হঠাৎ ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষকরা।

চৌগাছার কৃষক লোকমান হোসেন বলেন, এবার ঋতুর যে কখন কি পরিবর্তন হচ্ছে বুঝা যাচ্ছে না। রবিবার বিকালে হঠাৎ বৃষ্টিতে মুশুরির অনেক ক্ষতি হয়ে গেলো। সেই সাথে রবি মৌসুমের সবজির। বিশেষ করে পটলের। এখনো মাঠে যায়নি, তবে টিনের চালে যে পরিমাণ শিলা পড়েছে তাতে বুঝেছি ফসলের অনেকটাই ক্ষতি হতে পারে।

দেশের সবজি জোন খ্যাত সদরের চুড়ামনকাঠি এলাকার তোফায়েল হোসেন বলেন, সময়ে অসময়ে বৃষ্টিতে সবজি অনেক নষ্ট হয়েছে। তার মধ্যে আজ শিলাবৃষ্টিতেও সবজির অনেক ক্ষতি হয়ে গেছে।

যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক( ভারপ্রাপ্ত) দিপাস্কর দাস বলেন, ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টির কারণে আমের মুকুল ও পানের বরজের ক্ষতি হয়েছে। আমরা ইতোমধ্যে খোঁজ নিয়ে জানতে পেরেছি শিলাবৃষ্টির কারণে জেলার সদর, বাঘারপাড়া, চৌগাছা, অভয়নগর ও মণিরামপুর উপজেলার বেশ কিছু এলাকার সবজি রবি মৌসুমের ফসল ও পানের বরজের ক্ষতি হয়েছে। এছাড়া শার্শা ও ঝিকরগাছায় আমসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও কম-বেশি ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে একটু সময় লাগবে বলে তিনি জানান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ