শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় সিম পাড়তে গিয়ে পারুল বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
পারুল বেগম উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের কলোনী পাড়ার বাসিন্দা আইজুল ইসলামের স্ত্রী।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, সিম পাড়তে গিয়ে অসাবধানতাবসত পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

