ন্যাটো-যুক্তরাষ্ট্র বেকুব, পুতিন স্মার্ট: ডোনাল্ড ট্রাম্প

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ সামরিক অভিযানের মধ্যে ন্যাটো ও যুক্তরাষ্ট্র বেকুবের মতো আচরণ করেছে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ দুই পক্ষের তুলনায় স্মার্ট ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাঁধতো না রাশিয়ার।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তৃতীয় দিন শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) দেয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।

আরটির প্রতিবেদনে বলা হয়, সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প বলেন, একুশ শতকে তিনিই একমাত্র আমেরিকান প্রেসিডেন্ট, যার সময়ে বিদেশে সামরিক তৎপরতা দেখা যায়নি রাশিয়ার।

বক্তৃতায় ট্রাম্প বলেন, আমাদের দেশটা স্মার্ট ছিলো। এখন আমরা নির্বোধ দেশ।

আলোচিত রাজনীতিক ও ধনকুবের বলেন, তিনি ক্ষমতায় থাকার সময় আমেরিকাকে শ্রদ্ধার চোখে দেখত রাশিয়া, কিন্তু জো বাইডেনকে দুর্বল হিসেবে দেখা হয়।

ট্রাম্পের মতে, গত বছর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের করুণ সেনা প্রত্যাহার দেখে ইউক্রেনে নির্দয় হামলার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, গতকাল (শুক্রবার) রিপোর্টাররা আমাকে জিজ্ঞাসা করেন, পুতিন স্মার্ট কি না। আমি বলেছি, অবশ্যই তিনি স্মার্ট।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ