দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে নীলক্ষেত অবরোধ

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে নীলক্ষেত অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে এইচএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় শুরুতেই ঢাকা কলেজের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা। পরবর্তীতে মিছিল নিয়ে নীলক্ষেত গিয়ে সেখানে অবরোধ করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থী যেকোনো কারণে প্রথমবার ভর্তির সুযোগ না পেতে পারেন। তাকে অন্তত দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ভর্তিতে ভিন্ন ভিন্ন ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে বিতর্কে শেষ নেই। তাছাড়া বর্তমানের সিলেকশন পদ্ধতির ফলে অনেক মেধাবীরাই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। তাই সিলেকশন পদ্ধতি বাতিল করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে হবে।

নাহিন নামের এক শিক্ষার্থী বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া আমাদের অধিকার ৷ এ অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে।

পরে দুপুর ১২টা ১৫মিনিটে পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে যাত্রা শুরু করে। এরপর নীলক্ষেত এলাকার যান চালচল স্বাভাবিক হয়।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ