নিজস্ব প্রতিবেদক: যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ নিরাপদে থাকে। বিএনপি জামায়াতের সময় দেশে ১৫/১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকতো না। এখন বিদ্যুতের কোনো লোডশেডিং নেই। রাস্তা, স্কুল ভবনসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও উন্নয়ন অব্যহত থাকবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছার জগদীশপুর ইউনিয়নের নিউ আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাজাহান কবীর, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, চৌগাছা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সহিদুল ইসলাম মিয়া, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, নারী ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, চৌগাছা উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান।
সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল।
এর আগে বৃহস্পতিবার বিকল সাড়ে চারটার দিকে চৌগাছা উপজেলার জগদীশপুর-আড়পাড়া সড়কের মির্জাপুর গ্রামে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাজাহান কবীর, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও নারী ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী প্রমুখ।
উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান বলেন, এক কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৩০৬ টাকা ব্যায়ে জগদীশপুর- আড়পাড়া সড়কের মির্জাপুর গ্রাম থেকে দুই কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ উদ্বোধন করা হয়েছে।

