স্পোর্টস ডেস্ক: ধ্বংসস্তূপ থেকে ফিরিয়েছেন দলকে, গড়েছেন রেকর্ড জুটি। সপ্তম উইকেটে বাংলাদেশের আগের রেকর্ড (১২৭) টপকে নতুন রেকর্ড (১৭৬) গড়লেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তাদের ব্যাটে চেপে জয়ের হাসি হাসল টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের টার্গেট টপকে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৬ রানের জুটি গড়েন মিরাজ-আফিফ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সপ্তম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি।
শীর্ষ রেকর্ডটি খুব দূরে ছিল না। তালিকার শীর্ষে জস বাটলার-আদিল রশিদের ১৭৭। বার্মিংহামে ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েন দুই ইংলিশ ব্যাটার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং গিয়ে ৪৯.১ ওভারে ২১৫ রানে অলআউট হয় আফগানরা। জবাবে ৭ বল বাকি রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। আফিফ ৯৩ ও মিরাজ অপরাজিত থাকেন ৮১ রানে।
জাগোবাংলাদেশ/এমআই

