করোনায় আরো ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২ হাজার ১৯৩

আরো পড়ুন

জাগো বাংলাদেশ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৬১ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।

আজ বুধবার (২ ফেব্রুয়রি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা বিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ২০৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬৭টি ল্যাবে ৪৪ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৩০৮টি। মৃতদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ১৯ জন। একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৩ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছরের শেষ দিকে সংক্রমণ কিছুটা কমলেও গত বছরের এপ্রিল থেকে জুন-জুলাই পর্যন্ত করোনার ডেল্টা ধরন ব্যাপক আকার ধারণ করে। বছরের শেষ কয়েক মাস পরিস্থিতি কিছুটা শিথিল থাকলেও এ বছরের শুরু থেকে ওমিক্রন ভ্যারিয়েন্টসহ করোনার বিস্তার আবারও বাড়তে শুরু করে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ