বেড়েই চলেছে করোনা, আজ থেকে সন্ধ্যার পর বন্ধ থাকবে ব্যবসা-প্রতিষ্ঠান

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে সন্ধ্যার পর জনসমাগম রোধে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও কমিউনিটি সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ শনিবার (২৯ জানুয়ারি) থেকে তা কার্যকর হবে।

গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে মাইকিং করে সবাইকে বিষয়টি জানানো হয়। আজ তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জানান জেলা প্রশাসক আবদুল জলিল।

জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, রাজশাহীতে সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

জানা গেছে, করোনা সংক্রমণে হার রাজশাহীতে ৬০ শতাংশ ছাড়িয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বিধি-নিষেধ জারি করেছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, দেশে ওমিক্রন শনাক্তের পর আগের সব রেকর্ড ভেঙে রাজশাহীতে এক দিনে সংক্রমিত হয়েছে ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ