ডেস্ক নিউজ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স। আসরে এটি ঢাকার ৫ম ও সিলেটের ৩য় ম্যাচ। পঞ্চম ম্যাচে এসে বিপিএল অভিষেক হচ্ছে যশোর জেলা ও খুলনা বিভাগীয় দলের উইকেটকিপার ইমরানুজ্জামানের।
দুই দলের এটি দ্বিতীয় লেগ। নিজেদের সর্বশেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল দলটি। সেই ম্যাচে ঢাকাকে ১০০ রানে অলআউট করে দাপুটে জয় পায় সিলেট। এই ম্যাচ তাই ঢাকার জন্য প্রতিশোধ নেওয়ার সুযোগ। গত ম্যাচে টস হারলেও এবারের দেখায় টস জিতেছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ঢাকা ৩ পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে। একাদশ থেকে বাদ পড়েছেন জহুরুল ইসলাম, ইসুরু উদানা ও হাসান মুরাদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ইমরানুজ্জামান, কাইস আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী।
সিলেটের একাদশে এসেছে একটি পরিবর্তন। আল-আমিনের চোটে স্কোয়াডে ডাক পাওয়া পেসার আলাউদ্দিন বাবু জায়গা পেয়েছেন একাদশে। চোটের কারণে খেলতে পারছেন না আগের ম্যাচের জয়ের নায়ক স্পিনার নাজমুল ইসলাম অপু।
একনজরে দুই দলের একাদশ
মিনিস্টার ঢাকা
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, নাঈম শেখ, ইমরান উজ জামান, শুভাগত হোম চৌধুরী, আন্দ্রে রাসেল, এবাদত হোসেন চৌধুরী, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও কাইস আহমেদ।
সিলেট সানরাইজার্স
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুক্তার আলী, তাসকিন আহমেদ, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম ও রবি বোপারা।

