ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভারত সীমান্তবর্তী এ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় শনাক্তের হার ৩৩.৩৩ শতাংশ।
শনিবার (২২ জানুয়ারি) সকালে সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার (২১ জানুয়ারি) ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছিলো। গত এক সপ্তাহে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় আরো দুই জন মারা যান। তবে গত ২৪ ঘণ্টায় কেউ করোনা থেকে সুস্থ হয়নি।
এদিকে করোনা বাড়লেও সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। ইতোমধ্যেই করোনার ওমিক্রন ভেরিয়েন্টের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকি জেলা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। এ পর্যন্ত শুধু কুষ্টিয়াতেই করোনায় ৭৮৯ জন মারা গেছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, ওমিক্রনে আক্রান্ত রোগীরা বেশিরভাগ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

