লো স্কোরিং ম্যাচ দিয়ে শুরু বিপিএল

আরো পড়ুন

ক্রীড়া ডেস্ক : শুরুতেই লো স্কোরিং ম্যাচ দিয়েই শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুতে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল টস জিতে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। মেহেদি হাসান মিরাজের নেতৃতাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ১২৫ রান সংগ্রহ করে। জিততে হলে ফরচুন বরিশালকে করতে হবে ১২৬ রান।

এরআগে শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বরিশাল ও চট্টগ্রাম। শুরুতে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের পক্ষই নিলো টস ‘ভাগ্য’। যদিও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।

বরিশাল একাদশে বিদেশি কোটায় খেলছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আলঝারি জোসেফ এবং ইংল্যান্ডের জ্যাক লিন্টট।
অন্যদিকে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে চট্টগ্রাম একাদশে তিন বিদেশি হিসেবে রয়েছেন বেনি হাওয়েল, উইল জ্যাকস ও কেনার লুইস। দুই পেসার নিয়ে মূলত স্পিননির্ভর আক্রমণ সাজিয়েছে তারা।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলঝারি জোসেফ, জ্যাক লিন্টট, নাইম হাসান ও সালমান হোসেন ইমন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, শামীম পাটোয়ারী, নাইম ইসলাম, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

সংক্ষপ্তি স্কোর : ফরচুন বরিশাল
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১২৫/৮ (২০ ওভার)

হাওয়েল ৪১, জ্যাকস ১৬, নাঈম ইসলাম ১৫, শামীম ১৪

জোসেফ ৩২/৩ নাঈম ২৫/২, সাকিব ৯/১

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ