কপোতাক্ষ নদ‘র পাড় থেকে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

আরো পড়ুন

জাগো বাংলাদশে ডেস্ক : কপোতাক্ষ নদ‘র পাড় থেকে ইয়াকুব (৫০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে ইয়াকুবের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি। ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি ঋণগ্রস্থ ছিলেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সুরতহালের জন্য লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহের মাথায় ও বাম চোখে আঘাতের চিহ্ন আছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
ওসি আরো জানান, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

জাগোবাংলাদশে/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ