মিল্টন সমাদ্দার গ্রেফতার

আরো পড়ুন

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গুরুতর অভিযোগে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

বুধবার (১ মে) সন্ধ্যায় মিরপুর এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে।

জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।

মিল্টন সমাদ্দার ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন। মানবিক কাজের জন্য তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। তবে, সম্প্রতি তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠে।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এই অভিযোগের বিস্তারিত তুলে ধরা হয়। এরপরই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারা।

জাগো/ আর‌এইচ‌এম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ