বসুন্দিয়ায় ইজিবাইক চালকের হত্যার রহস্য উদঘাটন, ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আরো পড়ুন

২৮ এপ্রিল প্রেমবাগ ইউনিয়নের ইমন নামের এক ইজিবাইক চালক নিখোঁজ হন। ৩০ এপ্রিল পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।

এরপর ২ মে সকালে বসুন্দিয়ার সদুল্লাপুরে ভৈরব নদের শাখা নদী থেকে ইমনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। নিহত ইমন অভয়নগর উপজেলার আবুল কালামের ছেলে।

এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জড়িত ২ ছিনতাইকারীকে আটক করে।

আটককৃতরা যশোরের জগন্নাথপুরের মোশারফ ফকিরের ছেলে রাকিব হোসেন ও প্রেমবাগ বাবলাতলার নওয়াব আলীর ছেলে মিরাজ শেখ।

আটককৃতরা জানায়, তারা ইমনকে পূর্ব থেকেই চিনত। ২৮ এপ্রিল সকালে, তারা ইমনকে মাছ ধরার কথা বলে ইজিবাইক ভাড়া করে।

সারাদিন ঘুরে বেড়ানোর পর, সন্ধ্যায় জগন্নাথপুর গ্রামে গামছা দিয়ে শ্বাসরোধ করে ইমনকে হত্যা করে। রাতে মরদেহ বস্তায় ভরে নদীতে ফেলে পালিয়ে যায়।

নিহতের মোবাইল ফোন বিশ্লেষণ করে পুলিশ আটককৃতদের জড়িত থাকার প্রমাণ পায়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার কথা স্বীকার করে।

জাগো/ আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ