চট্টগ্রামে তাপপ্রবাহ ভাঙল বৃষ্টি, স্বস্তিতে স্থানীয়রা

আরো পড়ুন

তীব্র তাপপ্রবাহের মধ্যে চট্টগ্রামে বৃষ্টি নিয়ে এসেছে স্বস্তির পরশ। বুধবার দিবাগত মধ্যরাত থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে নগরীর বিভিন্ন এলাকায়।

বুধবার মধ্যরাত থেকে শুরু হয় বাতাস, বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাত। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই বাড়ে বৃষ্টি।

স্থান ভেদে বুধবার রাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি হতে দেখা গেছে। কক্সবাজার, টেকনাফ এবং কুতুবদিয়ায়ও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টির প্রশংসা করছেন অনেকে। বৃষ্টির ফলে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ আবদুল বারেক জানিয়েছেন, আগামী কয়েকদিন ধরে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

তীব্র তাপপ্রবাহের কারণে চট্টগ্রামে বিপর্যস্ত ছিল জনজীবন। বৃষ্টির ফলে কিছুটা হলেও তাপপ্রবাহের তীব্রতা কমেছে। বৃষ্টির ফলে কৃষিকাজের জন্যও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ