মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

আরো পড়ুন

আজ ১ মে, বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষ মহান মে দিবস পালন করছেন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা আট ঘণ্টা কর্মসীমা, উন্নত কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে ঐতিহাসিক ধর্মঘট পালন করেছিলেন।

১৮৮৬ সালের ১ মে, শিকাগোর হাজার হাজার শ্রমিক আট ঘণ্টা কর্মসীমা ও ন্যায্য কর্মপরিবেশের দাবিতে ধর্মঘটে নামেন। পুলিশ ধর্মঘটকারীদের উপর গুলি চালায়, যার ফলে বেশ কয়েকজন শ্রমিক নিহত ও আহত হন। এই ঘটনার প্রতিবাদে ৪ মে ‘হে মার্কেট বোমা হামলা’ সংঘটিত হয়। শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় শ্রমজীবী মানুষের অধিকার।

এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো “শ্রমিক–মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা শ্রমিকদের অধিকার রক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ